ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি | সিলেট | প্রকাশিত: ০৯:০৪ এএম, ০৭ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেটের মোগলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ চলছে।

উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এদিকে এ দুর্ঘটনার কারণে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে সিলেট স্টেশনে আটকা পড়েছে ঢাকাগামী কালনী এক্সপ্রেস। এই ট্রেনটি সিলেট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল সকাল ৬টা ২০ মিনিটে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছে।

আরও পড়ুন-
শেরপুরে আওয়ামী লীগ নেতার পাসপোর্ট জব্দ-দেশত্যাগে নিষেধাজ্ঞা
সুদের টাকা পরিশোধে ব্যর্থ, বৃদ্ধকে খুঁটির সাথে বেঁধে নির্যাতন!
গলাচিপায় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ২ ব্যবসায়ীকে জরিমানা

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ শুরু হয়েছে। ট্রেন চলাচল শুরু হতে কিছুটা সময় লাগবে।

তিনি বলেন, মোগলাবাজারে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেট স্টেশনে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ও ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে সিলেটগামী উপবন এক্সপ্রেস আটকা পড়েছে। উদ্ধার কাজ শেষ হতে আরও অন্তত এক ঘণ্টা সময় লাগতে পারে। তারপর রেল চলাচল স্বাভাবিক হবে।

 

আহমেদ জামিল/এফএ/এএসএম