ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকে জেলার কালিয়াকৈর সফিপুরে অবস্থিত ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা এ আন্দোলন শুরু করে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘মাহমুদ ডেনিম লিমিটেড’ কারখানার শ্রমিকদের গত তিন মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। একাধিকবার কর্তৃপক্ষের কাছে বেতনের আবেদন করেন শ্রমিকরা। এ নিয়ে গত কয়েকদিন ধরেই কারখানার ভেতর উত্তেজনা চলছে। এর জের ধরে বুধবার সকালে কারখানায় আগত শ্রমিকরা কাজে যোগদান না করে কারখানার ফটকে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল সড়ক অবরোধ করেন। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করে।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, টিয়ারশেল নিক্ষেপ

কারখানার শ্রমিক সাইফুল ইসলাম জানান, গত তিন মাস ধরে বেতন দিচ্ছে না। চাইলে বলে দেব, আমরা ভাড়া বাসায় থাকি। বাড়ির মালিক ভাড়ার জন্য চাপ দিচ্ছে। ঠিকমতো বাজার করে খেতে পারছি না। আমাদের বেতন না দিলে আমরা আন্দোলন করবোই।

শ্রমিক রেহানা আক্তার জানান, তিন মাসের বেতন বাকি। তারপরেও কাজ করে যাচ্ছি। মালিকপক্ষ কী দেখে আমরা কীভাবে বেঁচে আছি, কীভাবে ভাড়া বাড়িতে থাকছি, কী খাচ্ছি? আমাদের ঘাম ঝরানো টাকা দিয়ে তারা ঠিকই ভালো আছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, সফিপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারখানার মালিকপক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। দ্রুত বিষয়টি সমাধান হবে।

মো.আমিনুল ইসলাম/কেএইচকে/এমএস