নাটোরে পাসপোর্ট অফিস থেকে চার দালাল আটক
নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বর থেকে চার দালালকে আটক করেছে র্যাব-৫। বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
আটকরা হলেন- শহরের ভাটদারা এলাকার জয়েন উদ্দিনের ছেলে মিঠু (২৬) ও শাওন (১৮), একই এলাকার মৃত আনিছ উদ্দিনের ছেলে ওমর ফারুক (২২) এবং লালমনিপুর ধরাইলের বাসিন্দা সাইফুল ইসলাম (২৫)।
র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে একটি দালালচক্র গ্রাহকদের হয়রানি করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল।
এ সময় গ্রাহকদের হয়রানি করাসহ টাকা-পয়সা হাতিয়ে নেয়ার সময় চার দালালকে আটক করা হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
রেজাউল করিম রেজা/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চট্টগ্রামে ১১ দলীয় জোটের আসন বণ্টন, ১৬ আসনে জামায়াতের ভাগে ৯
- ২ আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা
- ৩ ফরিদপুরে ঐতিহ্যবাহী গরুদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৪ সুনামগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি ও এবি পার্টির প্রার্থী
- ৫ আচরণবিধি লঙ্ঘন করায় মিন্টুর ভাই আকবরকে ২০ হাজার টাকা জরিমানা