ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মানিকগঞ্জে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০২:৫৩ পিএম, ১৪ জুলাই ২০১৬

মানিকগঞ্জে বাসচাপায় বাবুল হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় বিন্যালাই গ্রামের হারুনার রশিদের ছেলে।

মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার জানান, বাবুল থানা সদর থেকে বাড়ি যাচ্ছিলেন। রহমান সিএনজি পাম্প থেকে তেল নিয়ে মহাসড়কে ওঠার সময় পেছন থেকে দ্রুতগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাবুল নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসআই আনোয়ার আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে ভিলেজ লাইন পরিবহনটি আটক করা সম্ভব হয়নি।

বি.এম খোরশেদ/ এএম/এসএস/পিআর

আরও পড়ুন