ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাগড়াছড়িতে অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২৪ জুলাই ২০১৬

খাগড়াছড়িতে অস্ত্রসহ সমচ্যা চাকমা (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে রামগড় উপজেলার ডলুছড়া এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করে।

এ সময় তার কাছ থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলিসহ বেশ কিছু বারুদ উদ্ধার করা করা হয়।

আটক সমচ্যা চাকমা পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রামগড় থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে উপজেলার ডলুছড়া গরুকাটা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

উদ্ধার করা মালামালসহ সমচ্যা চাকমাকে রামগড় থানায় হস্তান্তর করা হয়েছে নিশ্চিত করে রামগড় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

মুজিবুর রহমান ভুইয়া/এসএস/এমএস

আরও পড়ুন