ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত

প্রকাশিত: ০৯:২২ এএম, ০৮ আগস্ট ২০১৬

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে রাতারাতি কোম্পানিতে রূপান্তরের প্রতিবাদে ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিক-কর্মচারীরা। সোমবার পুনরায় শ্রমিক-কর্মচারীরা ইউনিটগুলোতে কাজে যোগ না দিয়ে সকাল ১০টা থেকে তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

গত বুধবার থেকে শুরু হওয়া এ ধর্মঘট ৬ষ্ঠ দিনের মত অব্যাহত থাকায় অচল হয়ে পড়েছে তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাভাবিক কাজকর্ম। এসময় শতশত শ্রমিক কর্মচারী বিদ্যুৎ কেন্দ্রকে কোম্পানি করার প্রতিবাদে মিছিল বের করে কেন্দ্রের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং দালালদের হাত থেকে বিদ্যুৎ কেন্দ্রকে রক্ষার দাবি জানান।

এসময় বক্তারা বলেন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একটি সরকারি প্রতিষ্ঠান, জনগণকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে সেবা দিয়ে আসছে। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারীরা সরকারকে ভুল বুঝিয়ে রাতারাতি রাজশাহী ও রংপুর বিতরণ জোনকে কোম্পানিতে রূপান্তরিত করে এবং ধাপে ধাপে সকল জোনকে কোম্পানি করার পায়তারা চালাচ্ছে।

গত ৪ আগস্ট ঢাকায় বিউবো শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কর্মকর্তা প্রতিনিধি সভায় কোম্পানি করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানান তারা। এছাড়া বিউবোর সঙ্গে কোম্পানি করার চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শ্রমিকনেতারা।

এসময় জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগ (সিবিএ ১৯০২) এর ঘোড়াশাল শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় বিদ্যুৎ শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু চন্দন কুমার চান্ডাল, ফরিদ হোসেন, ঘোড়াশাল বিদ্যুৎ শ্রমিকলীগ নেতা মানিক মিয়া, আবুল কাসেম সরকার, নজরুল ইসলাম, হুমায়ন কবির ও মোখলেছুর রহমানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সঞ্জিত সাহা/এফএ/এবিএস

আরও পড়ুন