শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌযান চলাচল বন্ধ
ফাইল ছবি
বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল থাকায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ হয়ে গেছে। এর সঙ্গে নাব্যতা সংকটে অচলাবস্থা প্রকট রূপ নিয়েছে। এতে যাত্রী দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়েছে।
বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, রোববার সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে উঠায় সকাল ১০টার দিকে এ রুটের ফেরিগুলো বন্ধ করে দেয়া হয়।
এদিকে, দুঘর্টনা এড়াতে বিআইডব্লিউটিএ সকল লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। তাছাড়া নৌযান চলাচলে অচলাবস্থার কারণে রুটের উভয় ঘাটে যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে।
এছাড়া পদ্মা নদীর পানি অস্বাভাবিক হারে কমতে থাকায় এ রুটের নৌ চ্যানেলে নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করায় সংকট আরো বেড়েছে।
নাসিরুল হক/এসএস/পিআর