ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সেতুর রেলিং ভেঙে প্রাইভেট কার নদীতে : নিখোঁজ ১

প্রকাশিত: ০৩:২৪ এএম, ০১ অক্টোবর ২০১৬

মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতুর রেলিং ভেঙে একটি প্রাইভেট কার ধলেশ্বরী নদীতে পড়ে জালাল উদ্দীন রুমি (২০) নামে এক যুবক নিখোঁজ রয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

Accidentজানা গেছে, রাত ২টার পর থেকে ভোর ৪টা পর্যন্ত মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালায়। পরে শনিবার সকাল সাড়ে ৮টা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও নৌ-পুলিশের সমন্বয়ে উদ্ধার কাজ শুরু করে প্রাইভেট কারটি শনাক্ত করতে সক্ষম হয়। তবে এখনো রুমির কোনো সন্ধান মিলেনি।

প্রাইভেট কার চালক রুবেল জানান, শুক্রবার রাত ১২টার সময় নারায়ণগঞ্জ থেকে রুমিকে নিয়ে তিনি মুক্তারপুর আসেন। মুক্তারপুর সেতুর ঢালুতে রুবেলকে নামিয়ে রুমি নিজে গাড়ি চালাতে গেলে সেতুর রেলিং ভেঙে গাড়িসহ নদীতে তলিয়ে যায়।

এসএস/এমএস

আরও পড়ুন