শেরপুরে বনের ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী থেকে মজিবর রহমান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সীমান্তবর্তী গান্ধিগাঁও গ্রামের টাঙ্গাইলপাড়া এলাকার বনের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মজিবর গুরুচরন দুধনই গ্রামের সওদাগর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের জানান, জুয়াখেলা সংক্রান্ত বিরোধের জের ধরে মজিবর রহমান খুন হয়ে থাকতে পারেন। দুর্বত্তরা তাকে খুন করে মরদেহ বনের ভেতর ফেলে রেখে গেছেন। গান্ধিগাঁও গ্রামের রহমত নামের এক ব্যক্তির বাড়িতে শুক্রবার রাতে জুয়ার আসর বসেছিল। সেই জুয়ার আসরে মজিবর রহমানও অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকে রহমত এবং অন্যান্য জুয়াড়িরা এলাকা ত্যাগ করেছে।
ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
হাকিম বাবুল/আরএআর/জেআইএম