ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
প্রতীকী ছবি
নীলফামারীর ডিমলায় পিডিবির ২০০ কেভি ট্রান্সমিটার বিস্ফোরণে বিদ্যুতায়িত হয়ে সাইফুল ইসলাম (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও চারজন। রোববার বিকেলে ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা ফরেষ্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম রামডাঙ্গা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের শাহিনুর রহমানের স্ত্রী সুমি আক্তার (২৫), সাইদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম কালা (৩২), নসকর আলীর ছেলে কবীর হোসেন (১২), জহির উদ্দিনের ছেলে মিলন ইসলাম (২২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে ওই ট্রান্সমিটার বিস্ফোরণ হলে আশপাশের এলাকায় বিদ্যুাতায়ন হয়। এ সময় সাইফুল ইসলাম ভুট্টাখেতে পানি দেয়ার জন্য সেচ পাম্পের সুইচ দিতে গেলে বিদ্যুতের তারে আটকে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের ডিমলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়নের ঘটনায় একজন নিহত হয়েছে।
ডোমার পিডিবির নির্বাহী প্রকৌশলীর এজেডএম সাইফুল ইসলাম মণ্ডল জাগো নিউজকে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
জাহেদুল ইসলাম/আরএআর/পিআর