বাসের ধাক্কায় ইউনিয়ন তথ্য কেন্দ্রের উদ্যোক্তা নিহত
প্রতীকী ছবি
নীলফামারীর পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের কাছে বাসের ধাক্কায় আনারুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১টার দিকে নীলফামারী-ডোমার সড়কে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়ন পরিষদে অদূরে এ দুর্ঘটনা ঘটে। তিনি পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ তথ্য কেন্দ্রের উদ্যোক্তা এবং একই ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে আনারুল ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় ডোমার থেকে ছেড়ে আসা রংপুরগামী এইচএ এন্টারপ্রাইজ ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, বাসচাপা পড়া মোটরসাইকেল আরোহী আনারুল ইসলামকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসাপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছে।
জাহেদুল ইসলাম/এএম/জেআইএম