চিঠি লিখে হোটেল কর্মচারীর আত্মহত্যা
পিরোজপুর শহরে চিঠি লিখে দুলাল (১৮) নামের এক হোটেল কর্মচারী গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেছে।
রোববার সকালে শহরের দামোদর ব্রিজ এলাকার স্বপন গুহ হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত দুলাল সদর উপজেলার তেজদাসকাঠি এলাকার নাসির উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুলাল সাত মাস আগে হোটেলের কর্মচারী হিসেবে যোগ দেয়। শনিবার দিনগত রাতে কাজ শেষে সে হোটেলেই ঘুমিয়ে পড়ে। সকালে হোটেলের মালিক খোকন গুহ হোটেল খুলে দোকানের আড়ার সঙ্গে দুলালের গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত্যুর আগে দুলাল তার মা, ভাই-ভাবি ও দোকান মালিককে দুইটি আলাদা চিঠি লিখে গেছে। চিঠিতে দুলাল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে উল্লেখ করেছে।
পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জসিমউদ্দিন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
হাসান মামুন/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সিলেট আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ দ্রুত শেষ করার নির্দেশ
- ২ আগামী নির্বাচন হবে নতুন বাংলাদেশ গঠনের নির্বাচন: এটিএম আজহার
- ৩ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন যাচাইয়ে গিয়ে আ’লীগ-কৃষকলীগ নেতা আটক
- ৪ ঢাকায় ভবন-ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের, বার্ষিক আয় ৯৪ লাখ টাকা
- ৫ টঙ্গীতে তিন দিনব্যাপী ইজতেমার খুরুজের জোড় শুরু