ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাবার আঙিনায় লাইলীর দাফন

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৬:২৮ এএম, ০৬ আগস্ট ২০১৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ার সমন্বয় পাড়ায় বাবার বাড়ির আঙিনায় চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকার বনশ্রীতে নিহত গৃহকর্মী লাইলী।

রোববার সকাল সাড়ে আটটায় দাশিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্বয় পাড়ার দাসিয়ারছড়া খেজুরতলা নূরানী হাফেজিয়া মাদরাসার মাঠে কয়েকশ মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেওয়া দাশিয়ারছড়ার কয়েকজন অধিবাসী জানাজা পূর্ব বক্তব্যে লাইলীর এই করুণ মৃত্যুর জন্য দায়ী গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুসহ জড়িত সকলের শাস্তি দাবি করেন এবং লাইলীর সন্তানদের ভরণ পোষণের দায়িত্ব সরকারকে নেওয়ার জন্য আহ্বান জানান।

এর আগে ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে লাইলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রোববার ভোর পাঁচটায় লাইলীর বাবা নজরুল ইসলাম ও ঢাকায় অবস্থানরত স্বজনরা মরদেহ নিয়ে লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কালিরহাট বাজার সংলগ্ন সমন্ময় পাড়ায় পৌঁছায়।

লাইলীর মরদেহ আসার খবরে দাশিয়ারছড়ার অধিবাসীরা লাইলীর বাবার বাড়িতে ভিড় করে। সেখানে এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।

প্রসঙ্গত শুক্রবার (৪ আগস্ট) রাজধানীর বনশ্রীর 'জি' ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাড়ি থেকে লাইলীর (২৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওইদিন রাতেই লাইলীর ভাসুর শহীদুল ইসলাম বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন, তার স্ত্রী শাহানা বেগম, কেয়ারেটেকার তোফাজ্জল হোসেন টিপুর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়।

নাজমুল হোসেন/এফএ/এমএস

আরও পড়ুন