ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কাঁঠালিয়ায় শিক্ষকের কারাদণ্ড, ৫ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি | ঝালকাঠি | প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৫ নভেম্বর ২০১৭

ঝালকাঠির কাঁঠালিয়ায় চালিতা বুনিয়া মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্রের সমাধান সরবরাহের অপরাধে এক শিক্ষককে ২ বছরের বিনাশ্রম দণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শরীফ মুহাম্মদ ফয়েজুল আলম এ আদেশ দেন। এছাড়া একই কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জেএসসি ও ১ জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানান, কাঁঠালিয়ার আমুয়া চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা কেন্দ্র্র নকলে সহায়তা করা এবং পরীক্ষার হলে প্রশ্নপত্রের সমাধান সরবরাহের অপরাধে আমুয়া বন্দর আমীর মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. পলাশ গোলদারকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০ এর ৯ (ক) ধারায় ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে ৪ জন জেএসসি এবং কাঁঠালিয়া সদর ফাজিল মাদরাসা কেন্দ্রে ১ জন জেডিসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মো. আতিকুর রহমান/এএম/আরআইপি