ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দাবি যৌক্তিক, গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন

জেলা প্রতিনিধি | কুষ্টিয়া | প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

বাংলা ভাষাকে জাতিসংঘের ৭ম দাপ্তরিক ভাষা করার দাবিতে কুষ্টিয়ায় অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে ‘জাতিসংঘে বাংলা চাই’ দাবিতে চলছে ভোটগ্রহণ।

দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগিতায় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম-এর আয়োজনে দেশব্যাপী চলছে ‘জাতিসংঘে বাংলা চাই’ অনলাইন ভোটিং কার্যক্রম।

kustia2

এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ১২টায় ঐতিহ্যবাহী কুষ্টিয়া প্রেস ক্লাব মিলনায়তনে অনলাইন ভোটিং ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। ভোটিং কার্যক্রমের উদ্বোধন করেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুর রশীদ চৌধুরী।

এর আগে প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিতে কুষ্টিয়া আলো ম্যাটস’র শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। র‌্যালি শেষে কুষ্টিয়া প্রেস ক্লাবের এম এ রাজ্জাক মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

kustia2

জাগো নিউজের কুষ্টিয়া প্রতিনিধি ও কুষ্টিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল-মামুন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়া চেম্বারের সাবেক সভাপতি শেখ আশরাফ উদ্দিন নজু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কুষ্টিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক শরীফ বিশ্বাস, দৈনিক ইত্তেফাকের কুষ্টিয়া প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মঞ্জু, দৈনিক কুষ্টিয়া বার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ মো. খাদেমুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক আলোকিত বাংলাদেশের কুষ্টিয়া প্রতিনিধি এএইচ এম আরিফ, দৈনিক আজকের সূত্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক আক্তার হোসেন ফিরোজ ও দৈনিক আমার বার্তার কুষ্টিয়া প্রতিনিধি এনামুল হক প্রমুখ।

kustia2

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুর রশীদ চৌধুরী বলেন, জাতিসংঘে বাংলা চাই দাবিতে জাগো নিউজ যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যিই তা প্রশংসার দাবিদার। এটা আমাদের যৌক্তিক দাবি। এ দাবিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনলাইনে ভোটিং কার্যক্রমে সবাইকে অংশগ্রহণ করতে হবে।

আল-মামুন সাগর/এএম/এমএস

আরও পড়ুন