ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বরগুনায় ২ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০৪:১২ পিএম, ১৫ মার্চ ২০১৮

বরগুনায় ২ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বরগুনা সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বেলা ২টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার বিজয় বসাক।

গ্রেফতারকৃত ওই নারী মাদক ব্যবসায়ীর নাম মোসা. হোসনেয়ারা। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. সোহেলের স্ত্রী।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলা ফুলঝুড়ি ইউনিয়নের গলাচিপা বাজার থেকে হোসনেয়ারাকে গ্রেফতার করে পুলিশ। পর তার শরীর তল্লাশি করে কালো টেপ দিয়ে মোড়ানো ১০ প্যাকেট থেকে ২ হাজার পিস ইয়ার উদ্ধার করা হয়।

এ ঘটনায় হোসনেয়ারার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে পুলিশ। সেইসঙ্গে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যদের পুরস্কৃত করেছেন পুলিশ সুপার বিজয় বসাক।

মোঃ সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস

আরও পড়ুন