স্ত্রী-মেয়ের সঙ্গে কথা বলার ৫ মিনিট পর না ফেরার দেশে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম আজাদ (৫২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮ টার দিকে সৌদির তায়েফ শহরে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার ৫ মিনিট আগে স্ত্রী-মেয়ের সঙ্গে তার শেষবারের মতো মোবাইল ফোনে কথা হয়।
নিহত আজাদ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কবিরহাট এলাকার আবদুল করিম বেপারি বাড়ির মৃত হেদায়েত উল্যার ছেলে। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
জানা যায়, দুর্ঘটনার দিন আজাদ তার স্ত্রী ও মেয়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। তখন আজাদ তাদেরকে জানায়, প্রবাস জীবন তার কাছে আর ভালো লাগে না। কিছুদিন পর বাড়িতে আসার কথা জানান। এবার বাড়িতে এলে আর বিদেশ যাবে না। পরিবারের সবাই একসঙ্গে রোজা রাখবে ও ঈদ উদযাপন করবে। এসব কথা বলে সবার খোঁজখবর নিয়ে ফোন রেখে দেন। এর ৫ মিনিট পরই তায়েফ শহরে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হন আজাদ।
নিহতের বড় ভাই স্কুলশিক্ষক শাহ আলম বলেন, ২০ বছর ধরে আজাদ প্রবাস রয়েছে। দেড় মাস আগে ছুটিতে তিনি বাড়িতে আসে। আবার কর্মস্থলে চলে যান। সেখানে ঠিকাদারির কাজ করতেন। তার স্ত্রী খাদিজা বেগম, চার মেয়ে ও সিঙ্গাপুর প্রবাসী এক ছেলে রয়েছে।
রায়পুরের বামনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সি বলেন, নিহত প্রবাসী আজাদ ভালো মানুষ ছিলেন। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যতে পরিবারের সঙ্গে আমরাও শোকাহত। দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।
কাজল কায়েস/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন
- ২ সীমান্তে সড়ক নির্মাণ নিয়ে কথা রাখেনি বিএসএফ, ফের পতাকা বৈঠক
- ৩ নাগরিকত্ব জটিলতায় ঝুলে রইলো বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর ভাগ্য
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে ওয়াজ মাহফিল শোনার দরকার নাই
- ৫ স্কুলশিক্ষককে হাতুড়িপেটা করার অভিযোগ দুই কিশোরের বিরুদ্ধে