ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজও পরিবহন সংকট
পরিবহন মালিকদের বাস চলাচলের ঘোষণার পরও আজও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন স্বল্পতার দেখা গেছে। এ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল শুরু করলেও তা হাতে গোনা কয়েকটি। এতে প্রতিদিনের মতো সোমবারও দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।
এর আগে রোববার পরিবহন মালিকদের গাড়ি চলাচলের ঘোষণার পর যে সকল যাত্রী তাদের গন্তব্যে যাওয়ার জন্য মহাসড়কের শিমরাই মোড়ে আসে তারা তাদের কাঙ্খিত পরিবহন না পেয়ে পুনরায় বাসা ফিরে যেতে বাধ্য হয়। এদিকে মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পুলিশের ব্যাপক কাগজপত্র তল্লাশীর কারণে ফিটনেস বিহীন যান চলাচল করতে দেখা যায়নি। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে কাঁচপুর ব্রিজ পর্যন্ত কয়েকটি পয়েন্ট অবস্থান নেয় সরকার দলীয় নেতা-কর্মীরা। অপরদিকে গত দুই দিনে জেলা ট্রাফিক পুলিশ ৫ শতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
হোসেন শিপলু/আরএ/পিআর