লোহাগাড়ায় অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত
প্রতীকী ছবি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়নে সিএনজি অটোরিকশার ধাক্কায় রাকিব হাসান ইমন (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১ অক্টোবর) দুপুরে বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব সাতকানিয়া সোনাকানিয়া ইউনিয়নের ডিলার পাড়ার নুরুল আলমের ছেলে ও বিজি সেনেরহাট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার দুপুরে প্রাইভেট পড়া শেষে ইউনিয়নের সেনেরহাট থেকে সাইকেলযোগে নানার বাড়ি ফিরছিল স্কুলছাত্র রাকিব। এ সময় সেনেরহাটের উত্তর পাশে একটি সিএনজি অটোরিকশা রাকিবের সাইকেলকে ধাক্কা দিলে সে আহত হয়।
গুরুতর আহতবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এমআরএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ