ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপির মনোনয়ন পেয়ে পদত্যাগ করলেন চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ০৬:৩৭ পিএম, ২৭ নভেম্বর ২০১৮

মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা আতাউর রহমান আতা পদত্যাগ করেছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক এসএম ফেরদৌসের কাছে পদত্যাগপত্র জমা দেন আতাউর রহমান আতা। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বরাবর পদত্যাগপত্র দেন তিনি।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন, মানিকগঞ্জ-৩ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক তিনি। এ জন্য নির্বাচন কমিশনের আইন অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন আতা।

মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান আতা বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। এবার মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

মঙ্গলবার বিকেলে দলীয় মনোনয়নের চিঠি হাতে পেয়েছেন বলে জানান আতাউর রহমান আতা। একইসঙ্গে এ আসনে জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রীতাকেও মনোনয়নের চিঠি দেয়া হয়েছে।

বি.এম খোরশেদ/এএম/এমএস

আরও পড়ুন