শাহজাদপুরে বিএনপির এক হাজার নেতাকর্মীর আ.লীগে যোগদান
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল ইসলাম সাব্বিরসহ প্রায় এক হাজার নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের প্রার্থী হাসিবুর রহমান স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি নেতাকর্মীরা যোগদান করেন।
যোগদানকারী নেতাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম, সহ-সভাপতি আলমগীর মাসুদ জয়, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম হাবিবুল ইসলাম সাব্বির, উপজেলা বিএনপির দফতর সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আইয়ুব নবী, পৌর বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আলো, উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক আল মাহমুদসহ উপজেলা শাখা, পৌর শাখার বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতা।
ইউসুফ দেওয়ান রাজু/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে বাইকচালক নিহত
- ২ প্রথমে অস্ত্র ছিনিয়ে র্যাব কর্মকর্তার পায়ে গুলি, পরে পিটিয়ে হত্যা
- ৩ সংস্কারের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ বলা সময়ের দাবি: আলী রীয়াজ
- ৪ যাত্রীবাহী লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা এতিম-দুস্থদের মাঝে বিতরণ
- ৫ গণভোট আগামীর বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে: আদিলুর রহমান