ছাত্রলীগ নেতার ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন
সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা ঘটনায় জড়িত জামায়াত-শিবির ক্যাডারদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, সাবেক সভাপতি কাজী আকতার হোসেন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদীসহ বিভিন্ন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
আরও পড়ুন> ‘শিবির’ ধরতে গিয়ে ছাত্রলীগ নেতা গুলিবিদ্ধ
প্রসঙ্গত, শনিবার মধ্যরাতে সাতক্ষীরা সদর উপজেলার শিবতলা এলাকায় ‘শিবির’ ধরতে গিয়ে হামলার শিকার হন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আজমির হোসেন ফারাবি।

আহত সৈয়দ সাদিকুর রহমান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা একটি বাড়িতে হামলার পরিকল্পনা করছে- এমন খবরে পেয়ে তিনিসহ ৭-৮ জন ছাত্রলীগকর্মী সেখানে যান। ওই সময় ১৫-২০ জন শিবির ক্যাডার তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ফারাবি পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়াও অন্যদের এলোপাতাড়ি মারপিট করার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে হামলায় জড়িত সন্দেহে চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
আকরামুল ইসলাম/এমবিআর/এমএস