চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, চালক তিন দিনের রিমান্ডে
সুনামগঞ্জের দিরাইয়ে বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলার মূল আসামি চালক শহীদ মিয়াকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৪ জানুয়ারি) দুপুরে আমলগ্রহণকারী আদালত দিরাই জোনের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর বাসচালককে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন জাগো নিউজকে জানান, আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শহীদ মিয়া সিলেটের জালালবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামের তৌফিক মিয়ার ছেলে।
এর আগে শনিবার (২ জানুয়ারি) ভোরে সিআইডি সুনামগঞ্জের পুরাতন বাসস্টেশন থেকে তাকে আটক করে। রোববার (৩ জানুয়ারি) সিআইডির হেডকোয়ার্টারে জিজ্ঞাসাবাদ শেষে রাতে শহীদ মিয়াকে দিরাই থানা পুলিশের কাছে সোপর্দ করে সিআইডি।
এ ঘটনায় ২৭ ডিসেম্বর গভীর রাতে চালকের সহকারী রশিদ আহমদকে ছাতকের বুরাইরগাঁও থেকে গ্রেফতার করে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রশিদও ২৯ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জাবনবন্দী দিয়েছেন।
প্রসঙ্গত, ২৬ ডিসেম্বর বিকালে সিলেটের লামাকাজী থেকে দিরাইয়ে যাওয়ার পথে দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে এসে চালক ও সহকারী কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। সেসময় ওই ছাত্রী চলন্ত বাস থেকেই লাফিয়ে পড়েন।

স্থানীয়রা তাকে সড়কের পাশ উদ্ধার করে দিরাই হাসপাতালে নিলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় ওই দিন রাতেই ছাত্রীর বাবা বাদী হয়ে বাসের চালক শহীদ মিয়া ও সহকারী রশিদ আহমদসহ তিনজনকে আসামি করে দিরাই থানায় মামলা করেন।
ওই ছাত্রী হাসপাতালের চিকিৎসা শেষে বাড়িতে বিশ্রামে আছেন।
লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম