বাসে ড্রাইভার-হেলপারের ধর্ষণচেষ্টা, লাফ দিয়ে বাঁচলেন তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ২৬ ডিসেম্বর ২০২০

সিলেট থেকে দিরাইগামী বাসে ড্রাইভার-হেলপার কর্তৃক বাসের যাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আত্মরক্ষার্থে ওই তরুণী বাস থেকে লাফ দেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে গাড়ির ভেতরে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা থানা পয়েন্টে সড়ক অবরোধ করলে পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বাসে (সিলেট-জ-১১০৭২৩) করে লামাকাজী থেকে দিরাই যাচ্ছিলেন ওই তরুণী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে পৌঁছলে বাসটিতে তিনি ছাড়া কোনো যাত্রী ছিলেন না। এ সুযোগে চালক ও হেলপার মিলে তাকে ধর্ষণ চেষ্টা চালান। তরুণী প্রাণ ভয়ে বাস থেকে সড়কে লাফ দেন। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপারকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

লিপসন আহমেদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।