বাসে ধর্ষণচেষ্টা : চালকের সহকারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩২ পিএম, ২৮ ডিসেম্বর ২০২০

সুনামগঞ্জের দিরাইয়ে যাত্রীবাহী বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত হেলপার রশিদ আহমদকে (২৭) গ্রেফতার করেছে সিলেট পিবিআই।

রোববার (২৭ ডিসেম্বর) রাত ১টায় সুনামগঞ্জের ছাতক থানার বুরাইগাঁও গ্রাম থেকে তাকে আটক করে পিবিআই সিলেট। আটক হেলপার ছাতক উপজেলার চরমমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীরচর গ্রামের হাবিব আহমদের ছেলে।

সিলেট পিবিআই পুলিশ সুপার খালেদুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার বুরাইগাঁও থেকে অভিযান চালিয়ে রশিদকে গ্রেফতার করা হয়। তাকে দিরাই থানায় হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের লামাকাজী এলাকা থেকে ছেড়ে আসা ফাহাদ অ্যান্ড মাইশা পরিবহনের জ-১১-০৭২৩ নম্বরের একটি মিনিবাসে রওনা হন কলেজছাত্রী। দিরাইয়ে আসার পথে সুজানগর এলাকায় বাসের চালক ও হেলপারের ধর্ষণ থেকে বাঁচতে বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন তিনি

পরে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় রোববার রাতেই বাসচালক ও হেলপারসহ তিনজনকে আসামি করে মামলা করেন শিক্ষার্থীর বাবা।

লিপসন আহমেদ/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।