ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পুনরায় মেয়র নির্বাচিত হলেন জান্নাতুল ফেরদৌস

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৮:৩২ পিএম, ৩০ জানুয়ারি ২০২১

দ্বিতীয়বারের মতো নাটোরের সিংড়া পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জান্নাতুল ফেরদৌস।

শনিবার (৩০ জানুয়ারি) সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটানিং কর্মকর্তা সাইফুল ইসলাম তার বিজয়ের সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বেসরকারি ফলাফলে জান্নাতুল ফেরদৌস নৌকা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির তায়েজুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক হাজার ৩১২ ভোট।

এদিকে জান্নাতুল ফেরদৌস মেয়র নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

নির্বাচনের ১ নম্বর ওয়ার্ডে আব্দুল আজিজ, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে, জাহাঙ্গির আলম, ৪ নম্বর ওয়ার্ডে মেহেদী হাসান মিলন, ৫ নম্বর ওয়ার্ডে সন্জয় কুমার, ৬ নম্বর ওয়ার্ডে সোহাগ উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে জালাল উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডে বাবুল হোসেন বাবু, ৯ নম্বর ওয়ার্ডে তারেকুল তপন, ১০ নম্বর ওয়ার্ডে আব্দুল আওয়াল রিংকু, ১১ নম্বর ওয়ার্ডে আব্দুল লতিফ ও ১২ নম্বর ওয়ার্ডে আবুল কালাম বিজয়ী হন।

এর আগে ভোটে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে শনিবার দুপুরে নির্বাচন বর্জন করেছিলেন। বিএনপি প্রার্থী তায়েজুল ইসলাম।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদের বেসরকারি ফলাফল অনুযায়ী ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে হালিমা বেগম, ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে হীরা খাতুন, ৭, ৮ ও ৯ নম্বরে ওয়ার্ডে জয়তুন বেগম এবং ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে রোজি খাতুন নির্বাচিত হয়েছেন।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২৬ হাজার ৭৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ১২৫ জন ও নারী ভোটার ১৩ হাজার ৬৩২ জন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমকেএইচ