মঠবাড়িয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
মঠবাড়িয়া উপজেলার বাদুরা বাজারে মঙ্গলবার গভীর রাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ফার্মেসি, মুদি ও পোল্ট্রি ফিডের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়। এতে প্রায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান।
ব্যবসায়ী জব্বার শরীফ জাগো নিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে রাত ২টার দিকে দুর্বৃত্তরা দোকানে আগুন লাগিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি সাধন হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী আব্দুল খালেক জাগো নিউজকে জানান, রাতে ফার্মেসি বন্ধ করে বাড়িতে যাই। সকালে এসে দেখি আমার সব কিছু শেষ। আমি পথের ফকির হয়ে গেলাম।
হাসান মামুন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ