১ টাকায় ছয় পণ্য
এক টাকায় সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বপ্নচূড়া ফাউন্ডেশন।
‘হ্যাপিনেস ফর ঈদ’র মাধ্যমে এক টাকায় ঈদ সামগ্রী পেয়েছে ২৬ পরিবার। মাত্র এক টাকায় কিনেছেন ছয় রকমের পণ্য।
মঙ্গলবার (১১ মে) কাপ্তাই উপজেলা পরিষদ চত্বরে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। এসময় আরও উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন, স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাতসহ সংগঠনের সদস্যরা।
পণ্যগুলোর মধ্যে রয়েছে- সেমাই ৩ প্যাকেট, নুডলস বড় এক প্যাকেট, চিনি এক কেজি, গুঁড়া দুধের প্যাকেট একটি, কিশমিশ আর বাদাম।
স্বপ্নচূড়া ফাউন্ডেশনের সভাপতি সোহেল আরাফাত জানান, এ আয়োজনে ২৬ পরিবার এক টাকায় পণ্যগুলো কিনেছে।
শংকর হোড়/এএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ