ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে এসপির হস্তক্ষেপে দুই গ্রামের বিরোধ নিরসন

জেলা প্রতিনিধি | নড়াইল | প্রকাশিত: ১২:২৩ পিএম, ০৭ আগস্ট ২০২১

 

নড়াইলের লোহাগড়া উপজেলায় দুই গ্রামের মধ্যে চলমান দীর্ঘদিনের বিরোধ মীমাংসা করলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। শুক্রবার (৬ আগস্ট) বিকেলে লোহাগড়া থানার আয়োজনে উপজেলার কাশিপুর ইউনিয়নে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় দুই গ্রামের বিরোধ মীমাংসা হয়।

লোহাগড়ার থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।

তিনি বলেন, ‘আমরা চাই আপনারা সবাই শান্তিতে বসবাস করেন এবং জেলা পুলিশ সবসময় শান্তিপ্রিয় মানুষের পাশে থাকবে। আজকের পর থেকে পরবর্তীতে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’

jagonews24

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুন্সী আলাউদ্দিন ও লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মশিউর রহমান।

জানা গেছে, কাশিপুর ইউনিয়নের গন্ডব ও চালিঘাট দুই গ্রামের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। মতবিনিময় সভায় সাবেক মেম্বার সাইফার ও বিপ্লব হোসেনসহ উভয় গ্রুপের নেতারা ভবিষ্যতে কোনো আইনশৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হবেন না বলে অঙ্গীকার করেন।

সভায় উভয়পক্ষ প্রশাসনের কাছে ঢাল-সড়কি জমা দেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এমএসএম/ইএ/এমকেএইচ