বগুড়ায় মায়ের কোল থেকে পড়ে ট্রাকচাপায় শিশুর মৃত্যু
বগুড়ায় বাবার মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ২২ মাস বয়সী মাহমুদা জান্নাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের চারমাথা ভবের বাজার এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদা রাজশাহীর বাঘমারা উপজেলার আব্দুল্লাহ আল মামুনের মেয়ে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে (ঢাকা মেট্রো শ-১৩-১২-৫৯) আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুকন্যা মাহমুদা তার বাবা ও মায়ের সঙ্গে মোটরসাইকেলে নওগাঁ যাচ্ছিল। পথে চারমাথা এলাকায় ঝাঁকিতে মায়ের কোল থেকে মহাসড়কে পড়ে যায় মাহমুদা। এতে পিছনে থাকা একটি ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়ি নিয়ে গেছেন। অভিযোগে সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ