ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

স্কুলছাত্রী ধর্ষণে শিক্ষকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৯:১৭ পিএম, ১৬ নভেম্বর ২০২১

স্কুলছাত্রী ধর্ষণে আবদুস সবুর (৩০) নামের এক প্রাইভেট শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এ আদেশ দেন।

আবদুস সবুর কুড়িগ্রামের উলিপুর উপজেলার উত্তর পাণ্ডুল গ্রামের আবদুর নূরের ছেলে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুর রাজ্জাক জানান, আবদুস সবুর চতুর্থ শ্রেণি পড়ুয়া ওই ছাত্রীকে বাড়িতে নিয়ে প্রাইভেট পড়াতেন। ২০১৩ সালের ১৯ মে রাতে বেশি সময় ধরে প্রাইভেট পড়ানোর পর বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে ওই ছাত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে বাড়িতে পৌঁছে দেন সবুর। ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি স্বজনদের জানায়। পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ আট বছর পর আদালত আবদুস সবুরকে যাবজ্জীবন কারাদণ্ডসহ এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।

মাসুদ রানা/ আরএইচ/এএসএম