ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটে হারলে আত্মহত্যার হুমকি প্রার্থীর

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০১:২৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২২

আগামীকাল ৫ জানুয়ারি রাজবাড়ীর পাংশার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে বিজয়ী হতে না পারলে আত্মহত্যার হুমকি দিয়ে এলাকাবাসীকে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে মাে. রিপন আলী খান (৩০) নামে এক ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে।

তবে চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেছেন প্রার্থী রিপন আলী। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে পাল্টা অভিযোগও করেন তিনি। রিপন আলী মৌরাট ইউনিয়নের ৫নং ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

স্থানীয় আক্কাস মণ্ডল বলেন, কয়েকদিন আগে রাতে প্রার্থী রিপনের ছােট ভাই মাে. শিবলু খান এসে তাকে একটি চিঠি দিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. রিপন আলি খান চিঠিতে ৩০ জনের নাম উল্লেখ করে লিখেছেন ‘আমি যদি নির্বাচনে জয়ী হতে না পারি তাহলে আত্মহত্যা করব। আর আমার এই মৃত্যুর জন্য দায়ী থাকবেন আমি যাদের নাম উল্লেখ করেছি।’

চিঠিতে আরও বলা হয়, ‘আমি মাে. রিপন আলী খান ৫ নম্বর ওয়ার্ডে বৈদ্যুতিক পাখা নিয়ে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমাকে ভােট দিয়ে নির্বাচিত না করেন তাহলে আমি আত্মহত্যা করব। ৬ জানুয়ারি তারিখে আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর পর আমার বউ বাচ্চার দায়িত্ব আপনাদের নিতে হবে। আমি একটি মহিষ কিনে রেখে যাবাে, সেই মহিষ আমার কুলখানির কাজে ব্যবহৃত হবে। আর আমি যদি জয়ী হই তাহলে সেই মহিষ জবাই করে এলাকাবাসীকে খাওয়াবাে।’

এলাকাবাসী জানায়, রিপন কাফনের কাপড় কিনে রেখেছিলেন। পরে এলাকাবাসীর তােপের মুখে পড়ে সেই কাফনের কাপড় পুড়িয়ে ফেলেন।

মেম্বার প্রার্থী মাে. রিপন আলী খানের ভাই মাে. শিবলু খান বলেন, ‘আমি কাউকে চিঠি দিইনি। আমার ভাইয়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এগুলাে করে আমার ওপর দায় চাপিয়েছে। আমি এর কিছুই জানি না।’

মেম্বার প্রার্থী মাে. রিপন আলী খান বলেন, ‘আমি চিঠির বিষয়ে কিছুই জানি না। কে বা কারা করেছে, সেটাও আমি জানি না।’

মৌরাট ইউনিয়নে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মাহবুব হােসেন বলেন, আমাদের কাছে কোনাে অভিযােগ আসেনি। তবে উনি যেটা করেছেন সেটা আইনে নেই। যদি কেউ লিখিত অভিযােগ করে তাহলে অবশ্যই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রুবেলুর রহমান/এফএ/জেআইএম