দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো স্কুলছাত্রীর
ফাইল ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাবা (১৪) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনার আরও দুজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাবা কুষ্টিয়া শহরের রিপন শেখের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, মামার সঙ্গে মোটরসাইকেলে করে রামদিয়া থেকে নারুয়ার দিকে যাচ্ছিল সাবা। বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজনই মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদের বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাবাকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেলের চালক নাসির উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. হাসমত আলী মিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
রুবেলুর রহমান/এসআর/এএসএম