দ্বিতীয় দফায় ভোটে জয় পেলেন হামিদা
সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্য প্রার্থী হামিদা বেগম
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে স্থগিত ১, ২ ও ৩ সংরক্ষিত মহিলা ওয়ার্ডের সদস্যপদে পুনরায় ভোটগ্রহণ হয়েছে। এতে ৭৮ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন হামিদা বেগম নামে এক প্রার্থী।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হাতীবান্ধা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপের নির্বাচনে গড্ডিমারী ইউনিয়নে ২৬ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হয়। এতে ১, ২ ও ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্যপদে দুই প্রার্থী হামিদা বেগম (তালগাছ প্রতীক) ও জয় বানু (মাইক প্রতীক) সমান ভোট পান। তাই ওই পদে কাউকে বিজয়ী ঘোষণা করেননি নির্বাচন কর্মকর্তা।
অবশেষে সপ্তম ধাপের ইউপি নির্বাচনে সোমবার সংরক্ষিত ওয়ার্ডের ওই পদে পুনরায় ভোট হয়। এতে তালগাছ প্রতীকে প্রার্থী হামিদা বেগম পান ১ হাজার ৭৯ ভোট এবং মাইক প্রতীকের প্রার্থী জয়বানু পান ১ হাজার ১ ভোট পান। ভোটে হামিদা বেগম ৭৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
মো. রবিউল হাসান/এসজে/এএসএম