ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জামায়াত নেতার কাছে হারলেন ওবায়দুল কাদেরের ভাগনে

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জুকে হারিয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন জামায়াত নেতা মাওলানা মো. কাজী হানিফ।

মাওলানা মো. কাজী হানিফ চরপার্বতী ইউনিয়ন জামায়াতের আমির। নির্বাচনে তিনি স্বতন্ত্রপ্রার্থী ছিলেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এবং চরপার্বতী-চরহাজারী ইউনিয়ন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বেলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘মোটরসাইকেল প্রতীক নিয়ে মাওলানা মো. কাজী হানিফ পাঁচ হাজার ৪২০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান মোজাম্মেল হোসেন কামরুল (টেলিফোন) পেয়েছেন চার হাজার ২১৬ ও মাহবুবুর রশিদ মঞ্জু (আনারস) প্রতীকে তিন হাজার ৮৪৯ ভোট পেয়েছেন।’

এদিকে সেতুমন্ত্রীর ভাগনে জামায়াত নেতার কাছে পরাজিত হওয়ার বিষয়টি এখন ‘টক অব দ্য নোয়াখালীতে’ পরিণত হয়েছে। ব্যাপক সমালোচিত হচ্ছেন স্থানীয় আওয়ামী লীগ। অনেকের ধারণা, মন্ত্রী পরিবারের মামা-ভাগনের (আবদুল কাদের মির্জা-মাহবুবুর রশীদ মঞ্জু) দ্বন্দ্বের ফলে স্বতন্ত্রপ্রার্থী জামায়াত নেতা এ সুযোগ নেন।

এদিন সপ্তম ধাপে উপজেলার আট ইউনিয়নে ৩৯ জন চেয়ারম্যান, ৩০৫ জন সাধারণ সদস্য এবং ৭৯ জন নারী সদস্য সংরক্ষিত পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম