দিল্লি নেওয়া হচ্ছে রাজবাড়ী জেলা আ’লীগ সম্পাদককে
ইনসেটে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী
ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীকে উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লি নেওয়া হচ্ছে।
রোববার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে অসুস্থ কাজী ইরাদত আলীর ছোট ভাই কাজী টিটো এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাজী ইরাদত আলী তার মেজো ভাই। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আরও উন্নত চিকিৎসার জন্য সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে তাকে দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়া হবে।
কাজী টিটো আরও বলেন, ‘এরই মধ্যে কাজী ইরাদত আলীর সিটিস্ক্যান রিপোর্ট নিয়ে তাদের বড় ভাই রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তবে তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন। যে কারণে তাকে ভারতের দিল্লির ম্যাক্স নিউরোলজি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।’
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন কাজী ইরাদত আলী। এরপর বাসায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়।
কাজী ইরাদত আলী জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।
রুবেলুর রহমান/এসআর/জিকেএস