হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হলো রাজবাড়ী জেলা আ’লীগ সম্পাদককে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ইনসেটে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী

ব্রেন স্ট্রোক করেছেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি শিল্পপতি কাজী ইরাদত আলী। উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দান থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর নিজ বাসভবনে ব্রেন স্ট্রোক করেন কাজী ইরাদত আলী। এরপর বাসায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

কাজী ইরাদত আলীর বড় ভাই রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী এতথ্য নিশ্চিত করেছেন।

রুবেলুর রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।