ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বৃষ্টিতে আখাউড়ায় জলাবদ্ধতা, দুর্ভোগে অর্ধশতাধিক পরিবার

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৩:৩০ পিএম, ১৬ মে ২০২২

কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার একটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে আছে এলাকায় প্রবেশের একমাত্র সড়কটিও। এতে পানিবন্দি হয়ে পড়েছে অর্ধশতাধিক পরিবার। তবে দুর্ভোগ এড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র।

খোঁজ নিয়ে জানা যায়, পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মসজিদ পাড়া এলাকায় টানা বৃষ্টিতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। পানি অপসারণ না হওয়ায় বিপাকে পড়েছেন এখানকার বাসিন্দারা। ময়লা পানি মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে। এমন অবস্থায় পানি মাড়িয়েই বাড়ি থেকে বের হতে হচ্ছে। শিশুদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা অভিযোগ করে বলেন, ‘অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কার করা হয়নি। ফলে পরিবারের সদস্যদের নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ বিষয়ে নজর নেই।’

পূর্ব মসজিদপাড়ার কাসেম মিয়ার বাড়িতে ভাড়া থাকা আজগর আলীর স্ত্রী তাসলিমা আক্তার বলেন, ‘প্রায় ১৪ বছর ধরে আমরা পরিবার নিয়ে এ এলাকায় বসবাস করে আসছি। এবার বর্ষা মৌসুমের আগেই আমরা দুর্ভোগের মধ্যে পড়েছি। বাড়ি থেকে বের হওয়ার দুই পথেই পানি আর পানি। মূলত যে পথ দিয়ে পানি বের হতো সেটিও মাটি ফেলে পাইপের মুখ বন্ধ করে রাখা।’

jagonews24

মো. আলমাস মিয়া নামে এক বাসিন্দা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা পৌর কাউন্সিলরের সঙ্গে কথা বলেছি। তিনি এলাকা ঘুরে দেখেছেন। নিজ নিজ জায়গাতে মাটি ফেলার উপদেশ দিয়েছেন। পাশাপাশি ছোট ছোট ড্রেন কেটে দিয়েছেন। কিন্তু এতে কোনো সমাধান হয়নি। আমরা স্থায়ীভাবে এর একটা সমাধান চাই।’

এ বিষয়ে আখাউড়া পৌর সভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম এমরান জাগো নিউজকে বলেন, রোববার দিনভর এ নিয়ে কাজ করেছি। পূর্ব মসজিদ পাড়ায় মাটি কেটে ছোট ছোট ড্রেন করা হয়েছে। বাসিন্দাদের দুর্ভোগের স্থায়ী সমাধানের চেষ্টা করছি।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল জাগো নিউজকে বলেন, পানিবন্দি মানুষের দুর্ভোগের বিষয়টি আমি জানতে পেরেছি। এরই মধ্যে তা সমাধান করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম