ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৫ আগস্ট ২০২২

গাজীপুরে ট্রেনের চার বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. সফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছন।

তিনি জানান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. খায়রুল কবিরকে প্রধান করে পাঁচট সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

jagonews24

এদিকে জয়দেবপুর রেল স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম জানান, ট্রেন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর সকাল ৮টার দিকে মিটারগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু  হয়েছে। ব্রডগেজ লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হতে আরও সময় লাগবে।

এর আগে রোববার রাত ৯টার দিকে জয়দেবপুরের ধীরাশ্রম স্টেশন পার হওয়ার সময় পঞ্চগড়গামী এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস