ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সেনাবাহিনীর মানবিক সহায়তা পেল গুইমারার ২৪৩ পরিবার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০২:৫১ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী ও মানবিক কর্মসূচির অংশ হিসেবে অসহায় মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গুইমারার শহীদ লে. মুশফিক উচ্চ বিদ্যালয় মাঠে মানবিক সহায়তা তুলে দেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

মানবিক সহায়তার অংশ হিসেবে গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান, গৃহ নির্মাণের জন্য ঢেউটিন প্রদান, বেকারত্ব দূরীকরণ ও স্বনির্ভরতার জন্য নারী উদ্যোক্তাদের মাঝে সেলাইমেশিন বিতরণ, সৌর বিদ্যুৎ প্যানেল বিতরণসহ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে নগদ ৬৪ হাজার টাকা প্রদান করেন তিনি।

মানবিক সহায়তা বিতরণকালে ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করার পাশাপাশি গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনকল্যানমুখী কাজের এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় গুইমারা রিজিয়নের বিএম মেজর আহসানুজ্জামান, জি-থ্রী ক্যাপ্টেন ইমরানসহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জিকেএস