ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে রাজ কুমার আটক

প্রকাশিত: ১০:০০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রাম থেকে রাজ কুমার সরকার (৩৪) নামে এক ভুয়া পরিচয়দানকারি বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার সকালে তাকে বেনাপোলের ভবারবেড় এলাকা থেকে আটক করা হয়। রাজ কুমার রাজবাড়ি জেলার মাগুরা গ্রামের অশোক কুমারের ছেলে।

এলাকাবাসী জানান, রাজ কুমার নামে বিজিবি সদস্য পরিচয়দানকারী লোকটি বেনাপোলের ভবারবেড় এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিতো মাসিক ও সাপ্তাহিক ভিত্তিতে। রোববার চাঁদাবাজির সময় তাকে চ্যালেঞ্জ করবে সে নানা ভাবে হুমকি দিতে থাকে। এলাকার লোকজন বিজিবি ক্যাম্পে খবর দিলে তাকে বেনাপোল বিজিবি সদস্যরা আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

যশোর ২৬ বিজিবি বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আয়ুব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভুয়া বিজিবি সদস্যকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/ এমএএস/এবিএস