ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের কেশবপুরে বাসচাপায় সলেমান আলী (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরের দিকে যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সলেমান আলী কেশবরপুর উপজেলার বুড়িহাটি গ্রামের মকছেদ আলীর ছেলে।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালক সলেমান আলী কেশবপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুর কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুকনগরগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সলেমান আলীর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে।

মিলন রহমান/এসএস/পিআর