ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি সংশ্লিষ্টতায় পুলিশ হেফাজতে ডা. মির্জা কাউসার

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:০১ এএম, ১৪ নভেম্বর ২০২২

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ ন ম নৌশাদ খান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার রাত ১০টার দিকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। ডিবির পক্ষ থেকে ডা. কাউসারের বাবার সঙ্গেও কথা হয়েছে।

এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টার থেকে ডা. মির্জা কাউসারকে গাড়িতে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক।

আরএইচ/জিকেএস