শেরপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ফাইল ছবি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ধানক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাপের কামড়ের পর বিকেল পাঁচটার দিকে তার মৃত্যু হয়।
আয়নাল উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে আয়নাল তার ধানক্ষেত দেখতে যান। এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে তাকে দ্রুত বারমারী খ্রিস্টান মিশনারি হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আয়নালকে মৃত বলে জানান।
এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
ইমরান হাসান রাব্বী/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মানিকগঞ্জের ডিসি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ
- ২ ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশায় গরুর ধাক্কা নিয়ে ৫ ঘণ্টা ধরে সংঘর্ষ
- ৩ পানি সংকটে কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র, উৎপাদন নেমেছে ৪৬ মেগাওয়াটে
- ৪ বন্য হাতির ভিডিও করতে গিয়ে পিষ্ট হয়ে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
- ৫ মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে আটক সাবেক যুবলীগ নেতা