পুলিশের মাথায় চায়ের মগ দিয়ে আঘাত করে পালালো আসামি
হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত পুলিশ সদস্য সাইফুল ইসলামকে
পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) চায়ের মগ দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন ওয়ারেন্টভুক্ত আসামি। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আহত এসআইয়ের নাম সাইফুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত।
আরও পড়ুন: মধ্যরাতে ছাগলসহ আটক মেম্বার, বললেন ‘খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম’
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হোসেন রেজা জানান, মাদক ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি ইয়াছিনকে বুধবার রাতে গ্রেফতার করতে রেলস্টেশনে অভিযান চালায় পুলিশ। এসময় স্টেশনের পাশে একটি চায়ের দোকান থেকে মগ নিয়ে এসআই সাইফুল ইসলামের মাথায় আঘাত করে পালিয়ে যান ইয়াছিন।
আরও পড়ুন: ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
পরে পুলিশ ও স্থানীয়রা এসআইকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রয়েছেন।
এদিকে পলাতক ইয়াছিনকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ