ঝালকাঠিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
ঝালকাঠির নলছিটিতে তরিকুল ইসলাম সুমন ওরফে কানপচা সুমন (৩৫) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৫ এপ্রিল) রাত ১০টার দিকে শহরের হাইস্কুল রোডে এই ঘটনা ঘটে।
নিহত তরিকুল ইসলাম সুমন নান্দিকাঠি এলাকার আমজেদ হোসেনের ছেলে। তিনি যুবলীগের কর্মী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: নওগাঁয় ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে হাইস্কুল রোডে সুমনকে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউল আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পূর্ব শত্রুতার জেরে সুমনকে হত্যা করা হতে পারে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু করছে পুলিশ।
আতিকুর রহমান/জেডএইচ/