ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নওগাঁয় চলছে আম ও আমজাত পণ্যের মেলা

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১৯ জুন ২০২৩

নওগাঁয় শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী আম ও আমজাত পণ্যের মেলা। সোমবার (১৯ জুন) বিকেল থেকে নওগাঁ শহরের নওযোয়ান মাঠে মেলা শুরু হয়। চলবে আগামী ২৩ জুন পর্যন্ত।

প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. খালিদ মেহেদী হাসান।

পরে নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেলায় ৩০টি আম ও আমজাত পণ্যের স্টল অংশ নেয়। ব্যানানা ম্যাংগো, আম্রোপালি, লখনা, গৌড়মতি এবং বারি জাতসহ বিভিন্ন আম দিয়ে স্টলগুলো সাজানো হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে মেলা শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত।

জেলার নিয়ামতপুর উপজেলা থেকে মেলায় অংশ নিয়েছেন রিয়ন এগ্রো’র স্বত্তাধিকারী ইফতেখারুল ইসলাম। তিনি বলেন, নিরাপদ ও বিষমুক্ত আমের প্রচার-প্রচারণার জন্য মেলায় অংশ নেওয়া। কীভাবে নিরাপদ আম চাষ করা হয় সেই ধারণা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। এছাড়া অনেকে আম চেনেন না। তারাও এ মেলার মাধ্যমে আমের সঙ্গে পরিচিত হতে পারবেন।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, আম বাজারজাতকরণ এবং প্রদর্শনের জন্য মেলার আয়োজন করা হয়েছে। এ মেলার মাধ্যমে নওগাঁর আমের একটি ব্র্যান্ডিং হবে বলে মনে করা হচ্ছে। এরইমধ্যে এ জেলার আমের পরিচিতি বিভিন্ন জেলায় ছড়িয়ে গেছে।

আব্বাস আলী/এফএ/এমএস