ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নড়াইলে শুক্রবার থেকে সুলতান মেলা শুরু

প্রকাশিত: ০২:২৩ পিএম, ১৭ মার্চ ২০১৬

নড়াইলে আগামীকাল শুক্রবার থেকে সাত দিনব্যাপী সুলতান মেলা শুরু হচ্ছে। চিত্র শিল্পী এসএম সুলতানের ৯১তম জন্ম জয়ন্তী উপলক্ষে শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিত হবে এ মেলা।

মেলায় অংশ নেবে দেশের নবীন-প্রবীণ খ্যাতিমান শিল্পীরা। শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি।

সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু জানান, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এর পৃষ্টপোষকতায় জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নড়াইলে প্রতি বছরের মতো এবারও এ মেলার আয়োজন হচ্ছে।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, ভলিবল প্রতিযোগিতা, হা-ডু-ডু, কুস্তি, ঘোড়ার গাড়ির দৌঁড়, আলোচনা সভা, সুলতান পদক প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। মেলায় বিভিন্ন প্রকার অর্ধশতাধিক স্টল রয়েছে। মেলা ২৪ মার্চ পর্যন্ত চলবে।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহকুমা শহর নড়াইলের চিত্রা নদীর পাড়ে মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. মেছের আলি, মাতা মোছা. মাজু বিবি। কালোর্ত্তীণ এই চিত্রশিল্পীকে ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আটির্স্ট হিসেবে স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে রাষ্ট্রীয়ভাবে স্বাধীনতা পদক প্রদান করা হয়।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে শিল্পী সুলতান মৃত্যুবরণ করেন।

হাফিজুল নিলু/এমএএস/পিআর