ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রান্নায় ব্যস্ত মা, পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ আগস্ট ২০২৩

গাইবান্ধার সুন্দরগঞ্জে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে আবু সাঈদ মিয়া (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। আবু সাঈদ কঞ্চিবাড়ি ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের বকুল মিয়ার ছেলে।

আরও পড়ুন: সবাই কাজে ব্যস্ত, পুকুরে পড়ে প্রাণ গেলো দেড় বছরের শিশুর

স্বজনরা জানান, শিল্পী বেগম তার ১৮ মাস বয়সের শিশু সন্তানকে নিয়ে উজান বোচাগাড়ি গ্রামে তার বাবা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার সকালে শিশু আবু সাঈদকে বাড়ির উঠানে রেখে শিল্পী বেগম রান্না করছিলেন। সবার অজান্তে আবু সাঈদ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। হঠাৎ শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাকে পুকুরে পানিতে ভাসমান অবস্থায় দেখতে মৃত অবস্থায় উদ্ধার করেন স্বজনরা।

চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেহেদী মোস্তফা মাসুম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, পুকুরে ডুবে আবু সাঈদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম