ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শায়েস্তাগঞ্জে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

উপজেলা প্রতিনিধি | শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়কের পাশে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ ভূঞা।

এর আগে হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে মাইকিং করেছিল।

jagonews24

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ 

মো. নাহিদ ভূঞা জানান, সড়কের দুই পাশে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছি। আজকের মতো অভিযান শেষ করা হয়েছে। প্রয়োজন হলে আমরা আরও অভিযান করবো।

উপজেলার অলিপুরে শিল্পাঞ্চল গড়ে ওঠায় মহাসড়কের পাশে দোকানপাট গড়ে ওঠে। এতে করে শ্রমিকরা ঠিকমতো আসা-যাওয়া করতে পারেন না। এছাড়াও অবৈধ স্থাপনার জন্য প্রায় দুর্ঘটনা ঘটছে। উচ্ছেদ অভিযানের পরও যদি কেউ দোকানপাট গড়ে তোলেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএইচ/জিকেএস